দিগন্ত ডেক্স : চলন্ত অবস্থাতেই আগুন ধরে গেল একটি মার্সিডিজ গাড়িতে। কোনো রকমে প্রাণ বাঁচালেন চালকসহ চার যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়কে পুনাওয়ালে সেতুর কাছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পুণে থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল মার্সিডিজ গাড়িটি। পথচারীরা গাড়ির ‘এক্সহস্ট’ পাইপ থেকে আগুন বেরোতে দেখেন। তারা চালককে বিষয়টি নিয়ে সতর্ক করেন। চালকও সতর্ক হয়ে যান। তৎক্ষণাৎ তিনি গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পরীক্ষা করতে যান। বিপদের আঁচ করেই সঙ্গে সঙ্গে যাত্রীদের গাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বলেন।
যাত্রীরা বার হতেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আশপাশের লোজনও এই অবস্থা দেখে উদ্ধারে ছুটে আসেন। তারা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুরোটাই পুড়ে গিয়েছিল।
এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, কী কারণে গাড়িটিতে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক ক্রুটি ছিল কি না, তা-ও দেখা হবে। তবে যাত্রীরা বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন চালকের তৎপরতায়। না হলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত।
Leave a Reply