দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে ২য় পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ২৩১ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে পরিসংখ্যান দপ্তরের আয়োজনে এ ট্যাব বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ট্যাব বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, পরিসংখ্যান কর্মকর্তা আলমাস আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, শীতেষ চন্দ্র পাল, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
Leave a Reply