বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

ঈদযাত্রা : দুর্ভোগ সঙ্গী করে ছুটছে লাখো মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৭৩ পঠিত

দিগন্ত ডেক্স : প্রতিবারই ঈদযাত্রা মানেই দুর্ভোগ। এবারও ব্যতিক্রম হয়নি। রাজধানী থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় যেতে যাত্রীদের পোহাতে হচ্ছে প্রচণ্ড ভোগান্তির। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। ঈদযাত্রার শেষ দিনে বুধবার (২৮ জুন) ভোররাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি আরও বেড়েছে।

আগামীকাল বৃহস্পতিবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজই শেষ দিনের মতো রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। সড়ক, নৌ ও রেলপথ সবখানেই যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। শেষ দিনেও ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ।

সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, যাত্রীদের প্রচণ্ড চাপ। বাস ঠিক সময়ে ফিরতে না পারায় যাত্রীদের বাসে উঠতেই অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। রাজধানী ছাড়ার মুখগুলোতে গত কয়েক দিন ধরেই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঢাকা থেকে বের হতেই লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা।

প্রতিবারের মতো এবারের ঈদযাত্রায়ও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে উত্তরাঞ্চলের যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল থেকে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা। বুধবার সকালেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট লেগে থাকার খবর পাওয়া গেছে। গত রাতে বাস উঠে অনেকে এখনো বঙ্গবন্ধু সেতু পার হতে পারেননি বলে খবর পাওয়া যাচ্ছে

ঢাকা থেকে সিরাজগঞ্জে যাচ্ছেন হামিদুর। তিনি গতকাল রাত ১২টার পর বাসে উঠেছেন। এখনো বঙ্গবন্ধু সেতু পার হতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলছিলেন- ‘এত রাস্তাঘাট হলো, কিন্তু ঈদযাত্রায় দুর্ভোগ তো কমল না। বরং আগের চেয়ে আরও বেড়েছে।’

শুধু হামিদুর নয়, তার মতো হাজার হাজার ঘরমুখো মানুষ পড়েছেন এমন ভোগান্তিতে। বিশেষ করে নারী ও শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে দুর্ভোগে নতুন মাত্রার সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। থেমে থেমে গাড়ি চলছে, যানজটে আটকে থাকছে না।

এদিকে উত্তরের আরেক পথ গাজীপুর চৌরাস্তায়ও প্রতিবারের মতো যানজটের সৃষ্টি হচ্ছে। এই পথে থেমে থেমে গাড়ি চলছে। গাজীপুর চৌরাস্তা পার হতেই লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা।

ট্রেনে যাত্রীদের চাপ থাকলেও এখনো বড় ধরনের কোনে শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীদের চাপের কারণে ট্রেনগুলো একটু দেরিতে ছাড়লেও বড় কোনো বিপর্যয় হচ্ছে না। এছাড়া টিকিটে কড়াকড়ি করার কারণে আগাম টিকিট সংগ্রহ করা যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ঢাকা ছাড়তে পারছেন। তবে এক সিট একাধিকজনের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে

এদিকে ঈদযাত্রার শুরুতে লঞ্চে যাত্রী সংকট থাকলেও শেষ মুহূর্তে তা কেটে গেছে। গতকাল মঙ্গলবার থেকে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে লঞ্চে। বৃষ্টি-বাদল উপেক্ষা করেই দক্ষিণাঞ্চলের যাত্রীরা অনেকটা স্বাচ্ছন্দ্যে লঞ্চে ঢাকা ছাড়ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com