রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ পঠিত

দিগন্ত ডেক্স : ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ এখন ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

হাসপাতালে অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে তার পারিবারের সূত্রে জানা গেছে। পঙ্কজ ভট্টাচার্য বেশকিছু বছর ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।

গত বছর তার প্রস্টেট অপারেশন করা হয়। এর পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। গত অক্টোবরে রাইট হেমিকোলেকটোমি অপারেশন হয়। একাধিকবার নিউমোনিয়া হয় তাঁর। এত দিন তিনি বাড়িতে ছিলেন। গত ১১ এপ্রিল থেকে আবার নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। চিকিৎসায় উন্নতি না হওয়ায় ১৭ এপ্রিল তাকে হেলথ অ্যান্ড হোপের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে।

পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি। ’

কিছু বার্ধক্যজনিত জটিলতায় পঙ্কজ ভট্টাচার্যকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান ডা. লেনিন চৌধুরী।

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com