সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গণি বিশ্বাস(৩৬) নামের এক যুবককে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর ২ নম্বর ঘাটের সাখাইয়াতপাড় এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। দ-প্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের খনুয়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, বিরিশিরি ইউনিয়নের সাখাইয়াতপাড় এলাকায় নদী থেকে অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় গণি বিশ্বাস (৩৬) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com