দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে স্থানীয় দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে ঋষি সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চড়ক পূঁজা ও হরগৌরী পুঁজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ পুঁজা অনুষ্ঠিত হয়।
‘‘চার দেবের দেব মহাদেব-রক্ষা করো কলির জীব’’ এই প্রতিপাদ্যে পূঁজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হর-পার্বতী সহ বিভিন্ন দেবতার সাজে প্রায় ১৫ দিন আগ থেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করে চড়ক পূঁজার প্রচার করে থাকে।
ঋষি সম্প্রদায়ের দেবর্ষী শ্রী গোপাল গোস্বামী, প্রশান্ত ঋষি, শ্যামল ঋষি ও রাজেশ ঋষি জানান, এ পূঁজার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। চড়ক পূঁজা দেখতে নেত্রকোনা জেলা শহর সহ আশ-পাশ এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়।
Leave a Reply