দিগন্ত ডেক্স : বগুড়া সারিয়াকান্দিতে এক ছাগল ৫টি বাচ্চা প্রসব করেছে। যা এলাকায় রীতিমত সাড়া ফেলেছে। এই খবরে প্রতিদিন অনেকেই ছাগলের মালিক বাদশা মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেছে। ছাগলটি এ পর্যন্ত ৬ষ্ঠ বারের মতো বাচ্চাগুলো প্রসব করেছে। সবগুলো ছাগলের বাচ্চা সুস্থ রয়েছে। বাচ্চাগুলোর মধ্যে ৩টি খাসি এবং ২টি ছাগী।
ছাগলের মালিক বাদশা মিয়া বলেন, ব্লাকবেঙ্গল জাতের এ ছাগলটি ৩টি করে বাচ্চা দিত। কিন্তু এবার ছাগলটি ৫টি বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো সবই সুস্থ রয়েছে। এ নিয়ে আমাদের পরিবারের সবাই খুশি।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম বলেন, ব্লাক বেঙ্গল জাতের ছাগলের ৫টি বাচ্চা হয়েই থাকে।
Leave a Reply