রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

দুর্গাপুরে আকঞ্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আকঞ্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ঝউচখ কমিটি। সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি। খেলায় গাবাহোতা একাদশ বনাম আরহাম ফাউন্ডেশন অংশগ্রহণ করে।

খেলার শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের দায়িত্ব নেয় গাবাহোতা একাদশ। নির্ধারিত ২০ ওভার শেষে আরহাম ফাউন্ডেশন সংগ্রহ করে ২২৫ রান। ২২৬ রানের টার্গেট তাড়া করে ১৫৯ রানে থামে গাবাহোতা একাদশের ইনিংস। যার ফলে ৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় আরহাম ফাউন্ডেশন।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি। এসময় আয়োজক কমিটির সদস্যরা সহ ক্রিকেট ভক্তরা উপস্থিত ছিলো।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম আকঞ্জি বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সেইসাথে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বিরত রাখে। সমাজকে সুন্দর রাখতে যুব সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার সাথে জড়িত থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com