ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের উদ্যোগে ‘ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্সে ৩৬০ ডিগ্রি ক্যান্সারের চিকিৎসা পরিষেবা’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
হাসপাতালটির সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।,
সেমিনারে বক্তারা ৩৬০ ডিগ্রি ক্যান্সারের চিকিৎসা পরিষেবার ধারণা, ক্লাব মেম্বার ও অন্যান্য অংশগ্রহণকারীদের কাছে ব্যাখ্যা করেন। এখানে প্রধান অস্ত্রোপচার চিকিৎসার মধ্যে রয়েছে— ব্রেস্ট, কোলন, কোলোরেক্টাল, লাং (ফুসফুস), স্টোমাক (পাকস্থলী), থাইরয়েড ও খাদ্যনালীর ক্যানসার ছাড়াও সফট টিস্যু সারকোমার চিকিৎসা।
সেমিনারে ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডের প্রখ্যাত সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. উথি, প্রখ্যাত ব্রেস্ট সার্জন/ অনকোলজিস্ট ডা. সাতিত বিভিন্ন পরিষেবাসহ প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে ব্যাংকক হসপিটালের সাফল্য সম্পর্কে বক্তৃতায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। সেমিনার শেষে ক্যাডেট কলেজ ক্লাব ও ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশের মধ্যে চিকিৎসা সেবা সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।,
ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্স (বিএইচকিউ)-এর কর্মকর্তারা সেমিনারে যোগ দেন। এছাড়া ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন, নির্বাহী পরিচালক কাজী শারহান সাইফ, এবং অপারেশন্স পরিচালক মোহাম্মদ শহিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।,
Leave a Reply