রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

দুর্গাপুরে শেষ হলো ৩ দিনব্যাপী বই মেলা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনার দুর্গাপুরে শেষ হয়েছে ৩ দিনব্যাপী একুশের বই মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরনের মাধ্যমে শেষ হয় এ প্রানের মেলা।

উপজেলা পরিষদ চত্ত্বরে বই মেলায় স্ব-রচিত কবিতা পাঠের পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, চিত্রাংকন, ভাষা দিবস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের সময় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, ডা. তানজিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, কবি জীবন চক্রবর্ত্তী, কবি দুনিয়া মামুন, পথপাঠার সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ‘‘বাংলা ভাষা আমার অহংকার’’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

ইউএনও রাজীব-উল-আহসান যুগান্তর কে বলেন, একুশ মানে বাঙ্গালীর চেতনা, একুশ মানে সাহিত্যের আত্মপ্রকাশ, একুশ মানে আমার অহংকার, উপজেলা প্রশাসনের অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছি ৩দিন ব্যপি বই মেলার। এখানে বিশেষ আকর্ষন ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলা সাহিত্য, একুশের চেতনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে জাতীয় সকল অনুষ্ঠানেই আমি এ ধরনের আয়োজন করি সেইসাথে বিজয়ীদের পুরস্কার স্বরুপ কোন প্রকার ক্রোকারিজ আইটেম না দিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com