মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

চাকা ছাড়াই বিমান অবতরণ, আতঙ্কিত যাত্রীরা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৭ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চাকা ছাড়াই বিমানবন্দরে অবতরণ করল পাকিস্তান এয়ারলাইন্সের (পিআইএ) যাত্রিবাহী একটি বিমান। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও তারা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে দাবি করেছে বিমান সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লাহোর বিমানবন্দরে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, পিআইএ-র পিকে ৩০৬ বিমানটি করাচি বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশে রওনা হয়। কিন্তু লাহোর বিমানবন্দরে নামার পর দেখা যায় বিমানের পিছনের দিকের একটি চাকা নেই। কীভাবে ওই চাকা খুলে গেল, মাঝ আকাশেই কি খুলে গিয়েছে, না কি করাচি থেকে ওড়ার মুহূর্তে চাকা খুলে গিয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পিআইও। তবে এই ঘটনার পূর্ণ তদন্ত হবে বলে দাবি বিমান সংস্থার।

বিষয়টি নিয়ে যখন হুলস্থুল হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পিআইএ-র এক কর্মকর্তা দাবি করেন, করাচি বিমানবন্দরে চাকার অংশ পাওয়া গেছে। তবে সেটি পিকে ৩০৬ বিমানের কি না, তা স্পষ্ট নয়। তবে বিমান সংস্থাটি মনে করছে, যে চাকাটি খুলে পড়ে গেছে, সেটির অবস্থা খুব একটা ভাল ছিল না। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে, চাকা খুলে গেলেও নিরাপদে নামানো হয়েছে বিমানটিকে। বিমানের চাকার পরিস্থিতি যে কী খারাপ, সেটি কীভাবে নজর এড়িয়ে গেল, কার গাফিলতিতে এই ধরনের ঘটনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পিআইএ সূত্রের খবর। সূত্র: ডন নিউজআরব নিউজগালফ নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com