সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

হরিপুরে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩ পঠিত

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ের হরিপুরে রুবেল (২৭) নামের এক যুবককে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটকের পর তাকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত‍্যা করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২২জানুয়ারি) আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটেছে হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের যাদুরানী বাজারে।

নিহত রুবেল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোগর পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রুবেল যাদুরানী বাজারে মালেক নামে এক মুদি দোকানদারের ডিসকভার মোটরসাইকেলের তালা ভেঙ্গে পালানোর সময় জনতার হাতে আটক হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা রুবলকে ছিনিয়ে নিয়ে গাছে ঝুলিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায় রুবেল মৃত্যুর কোলে ঢলে পরে।

খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত অবস্থায় রুবেলের লাশ উদ্ধার।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, রুবেল নামের এক যুবক মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com