কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার তত্বাবধানে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাসুদ, মানারাত ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল মতিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ।
এ সময় ১১শ’ অসহায় পরিবারের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply