শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে শুভ বড়দিনের শেষ প্রস্ততিতে ব্যস্ত খ্রীস্ট ধর্মাবলম্বীরা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গির্জা গুলোতে সকল প্রস্ততি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি চলছে শেষ মুহূর্তে আলোকসজ্জার কাজ। খ্রীস্ট সম্প্রদায়ের প্রতিটি পাড়া মহল্লা যেনো উৎসবের আমেজ বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রতিটি পাড়া মহল্লায় শুরু হবে প্রতি কৃর্তন, প্রতিটি গীর্জায় সান্ধ্যকালীন প্রার্থনা, শিশুদের মাঝে উপহার ও মিস্টি বিতরণ।

আগামীকাল সকালে প্রতিটি ধর্মপল্লীতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের সূচনা হবে। এর মধ্যে দুর্গাপুরের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইল ধর্মপল্লীতে সকাল ৯টায় এবং দাহাপাড়া ও বারোমারীতে সকাল ৯.৩০ মিনিটে দেশ ও জাতীর কল্যানে প্রার্থনা শুরু হবে। দুর্গাপুরে উপজেলায় এবার ৭২ টি গির্জায় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় রয়েছে পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সার্বিক নিরাপত্তা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, বড়দিনের আয়োজনকে ঘিরে ধর্মীয় উপাসনালয় গুলোতে পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন করা হয়েছে বেশ কিছু পুলিশ সদস্য। এছাড়াও মোবাইল টিমের মাধ্যমে প্রতিটি গীর্জায় বিশেষ নজরদারি রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com