রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পুলিশ ও আনসার বাহিনীর সালাম প্রদর্শন শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এ সময় সিনিয়র সহকরি পুলিশ সুপার আক্কাছ আলী, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন, ওসি বাচ্চু মিয়া, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পৃথক কর্মসুচী পালন করেছে। পরবর্তিতে জেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পরবর্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এবং বিজয় মেলায় স্থাপনকৃত বিভিন্ন ধরনের ১৫টি ষ্টলদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com