দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে নানা আয়োজনে এদিবস পালিত হয়।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যলি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহঃসভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, রুসা বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ক্রসওয়েল খকসি, প্রধান শিক্ষক বাসন্তি রানী সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
Leave a Reply