রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

হাসপাতালের বিছানাই ওমর ফারুকের সঙ্গী, বাঁচার আঁকুতি সকলের কাছে

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শিশুকালেই মা আর কিশোর বয়সে বাবার মৃত্যুতে নিভে গেছে ওমর ফারুকের অর্ধেক বাতি। জবিন জীবিকার তাগিদে আশপাশের মানুষের সহযোগীতায় বেড়ে ওঠে সে। জীবন বাঁচাতে জীবিকার যোগান দিতে দুর্গাপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় ভুমি অফিসের এক গাছের নীচে চায়ের দোকান দেন ওমর ফারুক।

এভাবেই চলতে থাকে তার সংসার। মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুরে গাছের একটি ডাল ভেঙ্গে তার শরীরের ওপর পরে। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে মরণ যন্ত্রনায় বাঁচার আকুতি নিয়ে কাতরাচ্ছে।

নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের চক লেঙ্গুরা এলাকার মৃত আব্দুল গণির ছেলে ওমর ফারুক। তার আপনজন বলতে কেউ নাই। ভূমি অফিসের মরা গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। ওই আঘাতের পরপর প্রাথমিকভাবে চিকিৎসা নিলেও দুই হাত-দুই পা এখন অচল হওয়ার পথে। তার ঘাড়ের অপারেশনের জন্য আড়াই থেকে তিন লাখ টাকা প্রয়োজন। এদিকে ফারুকের চিকিৎসার জন্য আজ বুধবার সকালে টাকা সংগ্রহে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পাশাপাশি উপজেলা প্রশাসন ছুটে আসেন হাসপাতালে, সহযোগিতার আশ্বাসও দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্র বলেন, আজ সকালে ফারুক ভাইয়ের খারাপ অবস্থার কথা শুনে আমরা তার সু-চিকিৎসার জন্য অনেক টাকা সংগ্রহে নেমেছি। ফারুক ভাইয়ের চিকিৎসায় সহায়তা করার জন্য এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে ০১৮৪৪৩২৬৪৯৯ নাম্বারে নগদ/বিকাশ নাম্বার করা আছে এখানে সহায়তা পাঠানোর জন্যও অনুরোধ জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম বলেন, মাথার উপরে গাছ পড়ার কারণে, ঘাড় থেকে পা পর্যন্ত সবটুকুই অচল অবস্থায় আছে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিচ্ছি, এই অবস্থা থেকে ফেরাতে একটা অপারেশন লাগবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আহত ফারুকের চিকিৎসার বিষয়ে সরকারিভাবে সহযোগিতার কার্যক্রম চলমান আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে যোগাযোগ রাখছি। তার আপনজন বলতে কেউ নেই। তার চিকিৎসা ব্যয়বহুল, তাই সরকারি সহযোগিতার পাশাপাশি সকলকে ব্যক্তিগত ভাবে সহায়তা করার জন্য আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com