দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল ইসলামের সভাপতিত্বে, সদস্য সচিব হিমেল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়ালি) রাখেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান।
এছাড়া অন্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক, সদস্য সচিব বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাদশা, যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ, ইদ্রিস আলী, সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব আজিজুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
বক্তারা বলেন, পিছনের সকল কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে, বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের সকল দলীয় কার্যক্রমকে আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। কোন অবস্থাতেই যেনো দলীয় ভাবমুর্তি নস্ট না হয়, সেইদিক লক্ষ্য রেখে চলার জন্য সকলকে আহবান জানানো হয়।
Leave a Reply