রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬০ পঠিত
????????????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভার স্থায়ী শুমারি কমিটির এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তলে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্থায়ী শুমারি কমিটি সভাপতি মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়।

সভায় অর্থনৈতিক শুমারির গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শুমারি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আগামী ১০ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে আগামী ২৬ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com