দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুদের মেধা বিকাশে ‘‘শিশু সাংবাদিকতা বিষয়ক’’ এক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি বারোমারি কম্প্যাশন মিলনায়তনে,এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা।
প্রশিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ প্রেরণ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ের উপর ২০জন স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করছি। তাদের মেধা বিকাশে এবার একটি ভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণের আয়োজন করেছি। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। দুষনমৃুক্ত সমাজ বিনির্মানে, তাদের মেধা ও শিশু সাংবাদিকতাকে কাজে লাগিয়ে জীবন গড়তে পারবে। আমি শিশুদের সাফল্য কামনা করছি।
Leave a Reply