বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

ইসি গঠনে বৈঠকে বসছে সার্চ কমিটি

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৯ পঠিত

দিগন্ত ডেক্স : নির্বাচন কমিশন গঠনে বৈঠকে বসছে সার্চ কমিটি। আজ রবিবার বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক হবে। ২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্ব পায় সার্চ কমিটি। দায়িত্ব পাওয়ার পর এটি তাদের প্রথম বৈঠক হতে চলেছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি সুপ্রিম কোর্টে বৈঠকে বসবে। বৈঠকে সার্চ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারের পদগুলো শূন্য হয়।

এরপর ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনী কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন তদারকির জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com