শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বালু চুরির দায়ে ১৪ জনের কারাদন্ড

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে সোমেশ্বরী নদীর তিনটি স্পট থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

মামলা সুত্রে জানা গেছে, সোমেশ^রী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ৮টার দিকে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ অভিযানে ছাত্র সমাজের প্রতিনিধি, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোতালেব হোসেনসহ সেনাসদস্যগণ এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত শ্রমিকরা হলেন, মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল কালাম আজাদ (২৪), মো. ওয়াসিম (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. মামুন হোসেন, মো. জুয়েল মিয়া (২৬), প্রাণতোষ (২০), মো. আনাস (২০), মো. হৃদয় হাসান (১৯) ও মো. হাফিজুর রহমান (২৫)। তারা সকলেই দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, সোমেশ^রী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনকারী বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ১৪ জন শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্য আমাদের কাছে আগে থেকে ছিল। সোমবার সকালের দিকে সকলের সহায়তায় সোমেশ্বরী নদীর তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রমিকরা নদী থেকে অবৈধপন্থায় উত্তোলন করে বস্তায় বালু ভর্তি করতেছিল। পরে ১৪ জন শ্রমিক প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com