দিগন্ত ডেক্স : কোথাও যাওয়ার আগে গোসল করলে সমস্যা হয় চুল শুকানোর বেলায়। আর তাড়া থাকলে তো কথাই নেই। ভেজা চুল নিয়ে কী করবেন ঠিক ঠাওর করতে পারেন না। ছোট চুল অপেক্ষাকৃত দ্রুত শুকিয়ে যায় বলে সমস্যা খানিকটা কম থাকলেও লম্বা চুল হলেই বিপদ।
তবে কয়েকটি টিপস মানতে পারলে যেকোনো সময় দ্রুত ভেজা চুল শুকিয়ে নিতে পারবেন। কিছু টিপস মেনে খুব সহজেই এই সমস্যার প্রতিকার পেতে পারেন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা আর লিখেছেন মোনালিসা মেহরিন।
স্বাস্থ্যোজ্জ্বল চুল দ্রুত শুকিয়ে যায়। রুক্ষ অস্বাস্থ্যকর চুল শুকাতে সময় লাগে। আবার চুল শুকাতে সময় লাগলে সেটি আরো খারাপ হতে শুরু করে। তাই চুলের যত্ন নেওয়াটা আগে দরকার। চুল শুকানোর সময় অনেকেই কিছু ভুল করে থাকেন।
সেগুলো এড়তে পারলে চুল ভালো থাকবে।
১. গোসলের পর চুল শুকাতে গামছা বা তোয়ালে মাথায় জড়িয়ে নেওয়া খুব পরিচিত একটা দৃশ্য। এতে চুল শুকাতে বেশ সময় লাগে।
দ্রুত চুল শুকাতে চাইলে সাধারণ তোয়ালে বা গামছার বদলে মাথায় পেপার তোয়ালে পেঁচিয়ে নিতে পারেন। দেখবেন পাঁচ মিনিটেই চুল শুকিয়ে ঝরঝরে হয়ে উঠবে।
২. চুলের পুষ্টির জন্য সিরাম ব্যবহার করেন অনেকেই। অ্যাপ্লাই করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, চুল তাড়াতাড়ি এবং ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করাটাও বেশ কার্যকর। এর ফলে চুলের জট খুব সহজেই ছেড়ে যায়। চুলের ভেতরে ভালো করে বাতাস চলাচল করতে পারে। ফলে চুল শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাই চুল তাড়াতাড়ি শুকনা করার জন্য চুলের জট আগে ছাড়িয়ে নিন।
৩. চুল দ্রুত শুকানোর জন্য সবার আগে চুলের গোড়া শুকিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চুলের গোড়ায় বসে থাকা জল শুকাতে অনেকটা সময় লাগে। এর জন্য চুলের গোড়ার জল ভালো করে শুকিয়ে নিন। তার জন্য পাখার নিচে বসুন। বাড়তি টেবিল ফ্যান থাকলে আরো ভালো। পাখার হাওয়ার সামনে চুল রেখে আঙুল দিয়ে চুলের গোড়াগুলো আলতো করে বিলি কাটতে থাকুন। এর ফলে চুলের গোড়ায় সরাসরি হাওয়া ঢুকবে। গোড়া তাড়াতাড়ি শুকালে বাকি চুল শুকাতে বেশি সময় লাগবে না।
৪. ড্রায়ারে চুলের ক্ষতি করে ঠিকই। কিন্তু একান্তই যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়, তাহলে খেয়াল রাখতে হবে যাতে ড্রায়ারটি কমপক্ষে ১৮০০ ওয়াটের হয়। এর চেয়ে কম ওয়াটের হলে প্রডাক্টের মান মোটেও ভালো হয় না। এতে দ্রুত চুল শুকানো সম্ভব তো হয়ই না, বরং চুল ড্রাই হয়ে যায়।
Leave a Reply