দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারাংপাড়া এলাকায় সোমেশ^রী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রুয়েল রিছিল সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক আনুত সাংমার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওইদিন বিকেলে রুয়েল সাংমা সহ চার বন্ধু মিলে স্থানীয় সোমেশ^রী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে রুয়েল এর হাতে থাকা ঝাকি জাল নদীতে নিক্ষেপ করলে জালের টানে সে পানি পরে চোরাবালিতে পরে আটকে যায়। তাকে উদ্ধার করতে অন্যান্য বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাপ দিলে তারাও গর্তে পড়ে যায়। পরে তাদের চিৎকার শুনে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় রুয়েল। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করে।
এ ব্যাপারে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় জানান, খবর পাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানাই এরপর তারা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজের কোন খোঁজ পাওয়া যায়নি।
দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে প্রাথমিক ভাবে উদ্ধার কাজ শুরু করি। পরে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।
Leave a Reply