বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

নেত্রকোনায় তারুণ্যের ভাবনা নিয়ে সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ পঠিত

ডেক্স নিউজ : বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ ও নেত্রকোনা সবুজ সংহতির আয়োজনে “বহুত্ববাদী সমাজ বিনির্মাণে নেত্রকোনা এলাকার তারুণ্যের ভাবনা ও সংস্কার প্রস্তাবনা” শীর্ষক এক সংলাপের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা যুব সংহতি কমিটির আহবায় অমলেন্দু সরকার এর সভাপতিত্বে, যুব সংগঠক রনি খান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক অধ্যক্ষ আনোয়ার হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারী অধ্যাপক (চন্দ্রনাথ কলেজ) পুরবী পন্ডিত, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যাপক গোলাম মোস্তফা, নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের সভাপতি পার্থ প্রতিম সরকার, বারসিক এর পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, বারসিক এর আঞ্চলিক প্রতিনিধি শংকর ¤্রং, অহিদুর রহমান প্রমুখ।

সংলাপে অন্যান্য আলোচকগণ বলেন, এই জনপদের নদ-নদী-খাল-বিল-হাওর-জলাশয়গুলোকে বাধাহীনভাবে আপন ধারায় প্রবাহিত হওয়ার ক্ষেত্রে আইন-নীতিমালার অকার্যকরতা ও অবকাঠামোগত সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। নেত্রকোনা জেলায় ধনু, ফুলেশ্বরী, পাটেশ্বরী, মহাওদেও, ঘোড়াউৎড়া, কংস, মগড়া, সুমেশ্বরী, উব্দাখালী, ধনু, বিষনাই, ধলাই, সাইডুলী, গণেশ্বরীসহ ৮৫ টি নদী, সহ¯্রাধিক খাল বিল, ৩৫,৯৩২ পুকুর দিঘী ও ছোটবড় ৮২টি হাওর রয়েছে। এগুলো খনন ও দখল মুক্ত করতে হবে।

নেত্রকোনা জেলার ১১৪টি শতবর্ষি গাছ রাষ্ট্রীয় উদ্যোগে গাছগুলোা সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। হাওরে হিজল, করচ, বরুণ, মান্দার, তাল ও তমালসহ উপযোগি বৃক্ষরোপনের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। হাওর গুলোতে বজ্র নিরোদক টাওয়ার নির্মান করতে হবে। আগামী এক বছরের মধ্যে জেলায় বসবাসকারি সকল প্রকৃত মৎস্যজীবী পরিবারের তালিকা প্রস্তুত করে মৎসজীবী পরিচয়পত্র প্রদান সহ প্রাকৃতিক নদী-হাওর জলাশয়ে তাদের পূর্ণ প্রথাগত অধিকার নিশ্চিত করতে হবে। মাছের অভয়াশ্রম তৈরী করতে হবে। পাহাড়ি ঢল ও পাহাড়ি বালুর আগ্রসন থেকে সীমান্তের কৃষিজমি রক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্থানীয়জাতের ধান ও সবজীবীজ সংরক্ষণের উদ্যোগকে সহযোগিতা করতে হবে। সাথে নারী মুক্তির সামাজিক প্রতিবন্ধকতা হিসেবে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগে জনসচেতনা তৈরির পাশিপাশি উপযোগি আইনি কাঠানো ও তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। গ্রাম ও শহরের বৈষম্য কমাতে গ্রাম পর্যায়ে নিরাপদ খাদ্য, মান সম্মত শিক্ষা, চিকিৎসা, আবাসন, সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত পয়নিস্কাশন ব্যবস্থা সেবা নিশ্চিত করতে হবে। নেত্রকোনা শহরের যানযট নিরোসনে উদ্যোগ গ্রহণ করে চিকৎসা ক্ষেত্রে সকল ধরনের অনিয়ম, দূর্নীতি ও প্রতিবন্ধকতা গুলোকে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ ও বিশেষায়িত চিকিৎসক বাড়াতে হবে। প্লাস্টিক দূষণ দূরীকরণে উদ্যোগ গ্রহণ করতে হবে। সাঁতার শিখার জন্য শহরের একটি পুকুরকে চিহ্নিত করে নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়।

সহকারি অধ্যাপক পুরবী পন্ডিত বলেন, “নেত্রকোনা অঞ্চলে-হিন্দু-মুসলমান-খৃষ্টান, কৃষক-জেলে-কামার-কুমার, বাঙ্গালী-গারো-হাজং-বানাই-ঢালু-কোচ-হদি জাতিগোষ্ঠীর মানুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন। হাওরের মানুষ প্রাকৃতিক সমস্যা সামাল দিয়েও খাদ্য উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা পূরণ করছে”। তাদের নিরাপত্তা দেয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ার হাসান বলেন, “এই জনপদের মানুষের যে আত্ব:পরিচয় ও কর্মসংস্থান তার অন্যতম প্রধান উৎস এলাকার হাওর, নদী, পাহাড়, জলাশয়, কৃষিজমি ও বনভুমি। আর এটি প্রমানিত যে প্রাকৃতিক বৈচিত্র্য সাংস্তৃতিক বৈচিত্র্যকে ধারণ করে। একটি এলাকার প্রাকৃতিক সম্পদই সেই এলাকার উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে গড়ে উঠে সেই জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিমন্ডল। প্রাকৃতকি ও সামাজিক ভিন্নতার সহবস্থানই বহুত্ববাদী সমাজ বিনির্মানের কেন্দ্রীয় ক্ষেত্র। তাই একটি বহুত্ববাদী সমাজ বিনির্মান-ই আমাদের মূল লক্ষ্য” এ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসতে হবে।

নেত্রকোনা মদন, আটপাড়া, কলমাকান্দা, কেন্দুয়া, তারাকান্দা, ময়মনসিংহ সদর, দূর্গাপুর উপজেলার শতাধিক যুবক, জেলার পরিবেশ, প্রকৃতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি, সামাজিক অসংগতি ও হাওর পাহাড়ের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত দাবীগুলো তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com