নেত্রকোনা প্রতিনিধি : আমাদের একটাই পৃথিবী, অতিভোগ বিলাসের মাধ্যমে এই পৃথিবীকে বিলুপ্ত করোনা। কার্বন দূষণের মাধ্যমে পৃথিবীর ধনীদেশের মানুষেরা বায়ুস্তর নষ্ট করে ফেলছে। ফলে পৃথিবীর সানস্ক্রিন বলে পরিচিত ওজোনস্তর নষ্ট হয়ে যাচ্ছে। তাই ওজোনস্তরকে রক্ষায় ধনীদেশের প্রতি আহ্বান জানিয়ে নেত্রকোণার পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে এক প্রতিবাদের মাধ্যমে ওজোনস্তর সুরক্ষা দিবস পালন করেছে। বৃহস্পতিবার সকালে মদন উপজেলা চত্বরে এ দিবস পালিত হয়।
জীবনের জন্য ওজোন: বৈশি^ক সহযোগিতার ৩৫ বছর, এই প্রতিপাদ্যে গবেষণাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক’র সহযোগিতায় “সবুজ সংহতি, নবধারা স্বেচ্ছাসেবী সংগঠন, মদন সম্মিলিত যুবসমাজ যৌথভাবে নেত্রকোনা মদন উপজেলা চত্বরে ওজোন স্তর সুরক্ষা দিবস- ২০২৪ পালনকরে এবং প্রকৃতি বন্ধনের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংহতির সভাপতি প্রভাষক ইমাম হোসেন মেহেদী। অন্যদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, হাওর অঞ্চলের নারীপুরুষ, সম্মিলিত যুবসমাজের জনাব প্রিয়ম, বারসিক নেত্রকোনা অঞ্চলের সমন্বয়কারী মো. অহিদুর রহমান, কর্মসূচী কর্মকর্তা মো. আলমগীর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সমন্বয়ক জনাব কামরুজ্জামান।
আলোচকরা বলেন, ধনীদেশের অতিরিক্ত ভোগবিলাসের কারণে বায়ুমন্ডলের ওজোনস্তর নষ্ট হয়ে যাচ্ছে। এই পৃথিবীকে বাঁচাতে হলে গ্রীণহাউজ গ্যাস নি:সরণকমাতে হবে। আমরা প্রকৃতির যতœ নিলে প্রকৃতি আমাদের বাঁচাবে। প্রকৃতি বন্ধনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মদন উপজেলার নদীগুলো খনন করা। নদীর সাথে সংযুক্ত খালগুলি উদ্ধার ও খনন করে হাওর ও নদীর সংযোগ স্থাপন করে পানি চলাচলের সুবিধা তৈরী করা। মদন উপজেলা বড় বড় পুকুরগুলো সুরক্ষা করা। মনোহরপুরের শিমুল গাছটি সুরক্ষাসহ শতবর্ষী গাছগুলো চিহ্নিত করে সুরক্ষা করার ব্যবস্থা করা। হাওরের মাছের অভয়াশ্রম তৈরীতে সহযোগিতা করা।
এছাড়া ফসলরক্ষা বাঁধ স্থায়ীভাবে করার উদ্যোগ গ্রহণ। কৃষিজমি সুরক্ষায় যথাযথ আইন প্রয়োগ করা। সকল খেলার মাঠ রক্ষা করতে হবে। পলিথিনের মুক্ত পলিথিনমুক্ত মদন উপজেলা ঘোষণা করা। হাওর অঞ্চলের জন্য শস্যবীমা চালু করা। হাওরে শস্যগুদাম তৈরী করা। বজ্রনিরোধক টাওয়ার তৈরী করা। হাওরের শিক্ষা ক্যালেন্ডার আলাদা করা। হাওরাঞ্চলকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা যাবে না। টপসয়েল ব্যবহার বন্ধ করা। বৃষ্টির পানি ধারণ করা। ভূগর্ভের পানি উত্তোলন কমানো। স্থানীয়ভাবে কোল্ডষ্টোরেজ স্থাপন করা। হাওরে হিজল, করচ, তলাম, বরুম, মান্দার, বেত, মূর্তা, জারুল, কদম, শিমুল, বিয়াম, চালতা, অর্জুন, পিতরাজ গাছের বাগান তৈরী সহ ১৬ টি দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করে পরিবেশবান্ধব সংগঠনগুলো।
Leave a Reply