শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৪৪ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা আন্দোলন কে ইস্যু করে দেশব্যাপী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও সর্বস্থরের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেওয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল বলেন, আমরা লক্ষ্য করছি সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। বিএনপি, জামাত শিবির মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথার অপব্যাখ্যা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিদ্বেষী বানিয়ে সরকার পতনের নীল নকশা তৈরি করছে। পাশাপাশি দেশে হামলা ভাংচুর সহ ভয়াবহ নৈরাজ্য তৈরি করছে এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিচ্ছে, যা মুক্তিযুদ্ধে বিশ্বাসী কেউ সহ্য করতে পারবেনা।

তিনি আরোও বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের একটি মানচিত্র, একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছি। আজ স্বাধীনতার ৫৩ বছরেই কি জাতি মহান মুক্তিযুদ্ধ কে ভুলে গেছে? ৩০ লক্ষ শহীদের রক্তে দাগ কি মুছে গেছে? ভুলে গেছে ২লক্ষ মা বোনের সম্ভ্রম হানির ইতিহাস? কোটা আন্দোলনকে ইস্যুকরে বিএনপি ও জামাত-শিবির সাধারণ শিক্ষার্থীদের আবেগ কে পূঁজি করে মুছে ফেলার চেষ্টা করছে ৭১এর সেই ইতিহাস আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এ সময় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আনিসুল হক সুমন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ ছাত্রলীগের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com