নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সোমবার বঙ্গভবনে ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনা – ৪ আসনের এমপি ও বেসরিকারি বিমান পরিবহন ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান ও তার স্ত্রী লায়লা আরজুমান সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়াও রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ঈদুল আযহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, বিচারক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, লেখক, শিক্ষক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ইন্দ্র/তোবা/১৭-০৬
Leave a Reply