দিগন্ত ডেক্স : কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো শরীরে চামড়া উঠানো। বৃহস্পতিবার (৬ জুন) সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
আবুল হোসেন রাজু জানান, সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে মৃত ডলফিন টি তীরে চলে আসে। এর পুরো শরীরে চামড়া উঠানো। দেখে মনে হচ্ছে গত দুই-তিন আগে মারা গেছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসের লোকদের খবর দেই।
বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেন। বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।
Leave a Reply