বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কারা আছেন আর্জেন্টিনার শক্তিশালী দলে?

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৫ পঠিত

দিগন্ত ডেক্স : সামনে কঠিন পরীক্ষা! কয়েকদিন পর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে তারা। ৩১ মে এবং ৩ জুন শক্তিশালী কোস্টারিকার বিপক্ষে খেলতে নামবে দলটি। আর সেই দুই ম্যাচকে সামনে রেখে ২১ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তাদের ফুটবল অ্যাসোসিয়েশন। বলা হচ্ছে আর্জেন্টিনা নারী ফুটবল দলের কথা।

ফিফা নারী র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে থাকা কোস্টারিকার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে রয়েছে আর্জেন্টিনা জাতীয় নারী ফুটবল দল।

চলতি মাসের শেষ দিন অর্থ্যাৎ ৩১ মে সিউদাদ ডি বুয়েন্স আয়ার্স স্টেডিয়ামে সফরারিদের বিপক্ষে প্রথম খেলবে তারা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে।

৩ জুন একই সময়ে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলেও বদলে যাচ্ছে ভেন্যু। সিউদাদ ডে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কোস্টারিকা নারী দলের দ্বিতীয় ম্যাচ। ডিরেক্টিভ স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আর্জেন্টিনা দল : ভেরোনিকা আকুয়ানা, লোরেনা বেনতেজ, রকিও দিয়াজ, চেলেস্তে সান্তোস, জুলিয়েটা ক্রুজ, মিরিয়াম মায়োরগা, ইস্তেফানিয়া পালোমার, লরিনা অলিভেরস, ভানিনা প্রেনিংনগার, মরিয়ানা কালভো, এলিয়ানা স্টাবিলিয়ে, মারিকেল পেরেইয়ারা, ভিরিজিনিয়া গোমেজ, সোলানা পেরেইয়ারা, আনিক্কা পাজ, রকিও বুয়েনো, আদ্রিয়ানা সাচ, মিলাগ্রস মার্টিন, বেলেন পোকো, মেলানাই তোরালেজ ও মারগারিতা গিমেনেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com