দিগন্ত ডেক্স : জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের মিয়াজাকি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪ মাইল)। খবর রয়টার্স।
খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি সংস্থাটি। গত বুধবার তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ২৫ বছরের মধ্যে দ্বীপ দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত নয়জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
এছাড়া কয়েকশ ভবন ধ্বংস হয়ে গেছে। এই ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করে জাপান। যদিও কয়েক ঘণ্টা পর সেটি তুলে নেয়া হয়।
Leave a Reply