মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

পাকিস্তানকে আরও ১১০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯২ পঠিত

দিগন্ত ডেক্স : অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানকে আরো ১১০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ইতোমধ্যে পাকিস্তান ও আইএমএফের কর্মকর্তা পর্যায়ে এ-সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

এখন আইএমএফের বোর্ড বৈঠকে সবুজ সংকেত দেওয়া হলেই ঋণের অর্থ সরবরাহ শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফের সদর দপ্তর।

ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে অর্থনৈতিক সংকট শুরু হয় পাকিস্তানে। পরবর্তী ২ বছরে তা আরও তীব্র হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ২০২২ সালে আইএমএফের কাছে ৩০০ কোটি ডলার জরুরি ঋণের জন্য আবেদন করে পাকিস্তানের সরকার। সেই আবেদনের পর বিস্তর যাচাই শেষে গত বছর গ্রীষ্মে দেশটিকে কিস্তির ভিত্তিতে ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। সেই পর্বেরই শেষ কিস্তি এই ১১০ ডলার।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে গিয়েছিল। সেখানে ৫ দিন অবস্থান করে দেশটির অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই শেষে মঙ্গলবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হয় আইএমএফ প্রতিনিধি দলের। সেই বৈঠকে স্বাক্ষরিত হয় চুক্তিটি। খবর রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com