সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় দিবসেও পতাকা তোলেনি সরকারি বিভিন্ন দপ্তরে

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন সরকারি বিভিন্ন দপ্তর। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক বিভাগ, সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য) দপ্তর।

রোববার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। পরবর্তিতে সরকারি বিভিন্ন দপ্তরে গিয়েও দেখা মিলে খালি পড়ে আছে ফ্ল্যাগ পোষ্ট। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার কারণ জানতে চেয়ে দপ্তর প্রধানের সাথে যোগাযোগ করা হলে, এ বিষয়টি জানতে পেরে কেউ কেউ তাৎক্ষনিক পতাকা উত্তোলনের ব্যবস্থা করেন। আবার কেউ তাও করেননি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফাঁকা পড়ে আছে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা টাঙানোর পোষ্ট। একই ঘটনা দুর্গাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তালা বদ্ধ হয়ে আছে দুর্গাপুর ডাকঘর (পোস্ট অফিস)। সেখানেও টানানো হয়নি জাতীয় পতাকা। সচেতন মহলের ভাষ্য, জাতীয় দিবস কে অবমাননা করা আদৌ ঠিক নয়। প্রশাসন থেকে পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা বলেন, এ বিষয়ে কোন নির্দেশনা ছিল না। যদি পতাকা উত্তোলন না হয়ে থাকে আমি এখনই বলে দিচ্ছি।

পতাকা উত্তোলন না করা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com