রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

নতুন সূচিতে চলছে মেট্রোরেল

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ পঠিত

দিগন্ত ডেক্স : যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আজ থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট বিরতিতে চলাচল করছে মেট্রোরেল। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এই সূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

তিনি জানান, বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু আজ শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে ১৭৮বার যাতায়াত করবে। বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে। মেট্রো ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের সময় ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি। এর আগে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হতো।

নতুন নিয়ম শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য। যা শনিবার থেকে কার্যকর হয়েছে। নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১ টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে।

মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে তিনি বলেন, মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com