মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ছিন্নমুল মানুষদের কম্বল দিলেন, রিকশাচালক তারা মিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নে প্রায় শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যদের মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা আলী ওসমান, কৃষক ফজলু মিয়া, রিক্সাচালক আবুল কাশেম, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, হোসেন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারাজীবন এভাবেই সাধারণ মানুষের পাশে তাকতে পারি।

তিনি আরো বলেন, ছোটবেলায় টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে যাচ্ছি। সমাজে উচ্চবৃত্তদের অনুরোধ জানিয়ে তারা মিয়া বলেন, আপনার আশাপাশের সুবিধাবঞ্চিত মানেুষদের যার যা সামর্থ আছে তাই দিয়ে সহায়তা করুন। আপনার ঘরে পুরাতন কাপড় জমিয়ে না রেখে এই শীতে ছিন্নমুল মানুষদের দান করে দেয়ার জন্য অনুরোধ জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com