দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনে জন্য’’ এই প্রতিপাদ্যে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুল্লাগাড় এবং দুর্গাপুর ইউনিয়নের নারী ও প্রতিবন্ধি ফোরামের সদস্যদের অংশগ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ক্লাব সদস্যদের দক্ষতাবৃদ্ধি, ক্ষমতায়নে সামাজিক বিশ্লেষন, অংশগ্রহন মুলক গ্রামীন মুল্যায়ন, স্থানীয় সম্পদ চিহ্নিতকরণ ও ব্যবহার, জেন্ডার সমতা বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কারিতাস বিরিশিরি আঞ্চলিক অফিস মিলনায়তেন দুর্গাপুর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মাজহারুল ইসলাম, সাংবাদিক তোবারক হোসেন খোকন, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুস নকরেক, কারিতাস মাঠ কর্মকর্তা ছবি ¤্রং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। কর্মশালায় নারী প্রতিবন্ধি ফোরামের ৫৪জন সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুটি ইউনিয়নের ডিসি কমিটির সদস্য ও প্রবীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর লোকদের বিভিন্ন সমস্যা-সমাধানের লক্ষে নিজ নিজ অবস্থান থেকে সরকারি সুযোগ-সুবিধা গুলো পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করা উচিৎ। সেইসাথে ক্লাব সদস্যদের এ বিষয়ে আরো সক্রিয় ভাবে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply