কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও বার বার নির্বাচিত সভাপতি মরহুম ডা: মোসলেম উদ্দিন আহম্মদ এর বড় ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি এ কে এম মঞ্জুরুল হক তারা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
রোববার (১৯ নভে:) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২০ নভে:) দুপুর ২ টা ৩০ মিনিটে কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply