দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিক্রির দ্বিতীয় দিনে নেত্রকোনা–১ (কলমাকান্দা–দুর্গাপুর ) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল।
রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে তিনি বলেন, আমার বাবা সারা জীবন আওয়ামী ধারার রাজনীতি করে গেছেন। বার বার নেত্রকোনা ১ আসনের মানুষ আমার বাবাকে ভালোবেসে এমপি নির্বাচিত করেছেন। এরই ধারাবহিকতায় ওই আসনের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম কিনেছে।
আশা করছি দেশের সফল প্রধানমন্ত্রী আমাদের পারিবারিক অবস্থা ও এলাকার কথা বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য : এ আসন থেকে এ পর্যন্ত ১৭জন মনোনয়ন ফরম কিনেছেন।
Leave a Reply