বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনায় নাগরিক মঞ্চের স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১১ পঠিত

নেত্রকোনা থেকে রনি খান : নেত্রকোনা অঞ্চলের কৃষিজমির সার্বিক অবস্থা তুলে ধরে এ অঞ্চলের কৃষিজমি সুরক্ষায় ৪৭টি দাবী সম্বলিত এক স্মারক লিপি প্রদান করেছে কৃষিজমি সুরক্ষায় নাগরিক মঞ্চ এবং বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিক। বুধবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিটি জেলা প্রশাসক, নেত্রকোনা’র কাছে জমা দেয়া হয়।

কৃষকের ৪৭টি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা মো: নুরুজ্জামান, কৃষিজমি সুরক্ষায় নাগরিক মঞ্চ, নেত্রকোনা’র আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হাসান, সদস্য সচিব সহযোগি অধ্যাপক মোঃ নাজমুল কবীর সরকার, বারসিক’র আঞ্চলিক সমন্বয়ক ও পরিবেশবিদ মোঃ অহিদুর রহমান, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, কবি ও কথাসাহিত্যিক সোহরাব উদ্দিন আকন্দ এবং বারসিক কর্মকর্তা রনি খানসহ আরো অনেকেই।

জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ে প্রেরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্মারকলিপি প্রেরণ সম্পর্কে নাগরিক মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হাসান বলেন ‘সারাদেশের মতো নেত্রকোনাতেও প্রতিদিনই উল্লেখযোগ্যহারে কমছে কৃষিজমি। এভাবে কমতে থাকলে ভবিষ্যতে আমাদেরকে বড়ো বিপদে পড়তে হবে। সরকারি কৃষিজমি ও ভূমি ব্যবহার আইন করছেন। সে আইনের খসড়ার উপর নেত্রকোনায় ১০টি জনমতামতসভা এবং গবেষণার প্রেক্ষিতে এ স্মারকলিপিটি তৈরি করা হয়েছে। আমরা আশা করছি আইনটি চূড়ান্ত অনুমোদন করার আগে এ বিষয়গুলো গুরুত্ব দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com