রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

নেত্রকোনায় কৃষিজমি সুরক্ষায় মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৩ পঠিত

নেত্রকোনা থেকে রনি খান : কৃষিজমি সুরক্ষায় নাগরিক মঞ্চ ও বারসিক এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হাসান এর সভাপতিত্বে, মঞ্চের সদস্য সচিব মো: নাজমুল কবীর সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, বারসিক এর আঞ্চলিক সমন্বয়ক ও পরিবেশবিদ মো: অহিদুর রহমান, কথাসাহিত্যিক ও শিক্ষক পূরবী সম্মানিত, সাংবাদিক শেখ খলিলুর রহমান ইকবাল, আল্পনা বেগম, লাভলু পাল চৌধুরী, কথাসাহিত্যিক সোহরাব উদ্দিন আকন্দ, যুব সংগঠক পার্থ প্রতিম সরকার প্রমুখ।

সভায় বক্তারা নেত্রকোনা অঞ্চলের কৃষিজমির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, নেত্রকোনা একটি কৃষি প্রধান এলাকা হিসেবে এ অঞ্চলের কৃষিজমি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অবকাঠামো, কলকারখানা বা অন্যকোন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কৃষিজমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে।

সাংবাদিক লাভলু পাল চৌধুরী বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে নেত্রকোনা অঞ্চলের কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারের একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং একই সাথে কৃষিকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহারের জন্য সরকারি পরিকল্পনা ও ‘পানি নীতি’ সংস্কারের দাবী জানান।

সাংবাদিক আল্পনা বেগম আগাম বন্যার কবল থেকে হাওরের ফসল রক্ষায় সরকারি বাঁধ সংস্কার কর্মসূচির সঠিক তদারকির দাবী তুলে ধরেন। এছাড়াও কথাসাহিত্যিক সোহরাব উদ্দিন আকন্দ প্রতিবেশরক্ষায় বনাঞ্চলের ভূমিকা আলোকপাত করে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরেন।

সভাশেষে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। যার মধ্যে আগামী ১৫ নভেম্বর ২০২৩ তারিখে জেলা প্রশাসক বরাবর নেত্রকোনা অঞ্চলের কৃষিজমি সুরক্ষায় ৪৫টি দাবী সংবলিত একটি স্মারকলিপি প্রদান এবং আগামী ২২ নভেম্বর ২০২৩ তারিখে আগাম বন্যার কবল থেকে হাওরের ফসল রক্ষায় কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় সভা।

সভার সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, এভাবেই সম্মিলিত সকলের উদ্যোগে নেত্রকোনা অঞ্চলের কৃষিজমি সুরক্ষায় কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। তবে আমাদের নেত্রকোনার কৃষি জমি গুলো সুরক্ষিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com