দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সকলের তরে সকলে আমরা-প্রত্যেকে আমরা পরের তরে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রবীণ-প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই এলাকার সকল জাতী-ধর্মের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস এস ডি ডি বি প্রকল্পের আয়োজনে পর্যালোচনা সভায় কুল্লাগড়া ডিসি কমিটি সভাপতি মি সচিন্দ্র আশাক্রা এর সভাপতিত্বে এস ডি ডি বি প্রকল্পের এ্যামিনেটর মি. সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সবুজ মিয়া। অন্যদের মধ্যে ইউপি সচিব মোঃ রুকনুজ্জামান, ইউপি সদস্যবৃন্দ, নারী প্রতিবন্ধি ফোরামের সদস্যবৃন্দ, ক্লাব লিডারবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বক্তারা কারিতাস কে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজেদের একটু সচেতনতায় বদলে দিতে পারে প্রবীণ ও প্রতিবন্ধিদের জীবনমান। প্রতিবন্ধিদের রক্ষনাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তি বা তার পরিবারে সরকারি সকল সুযোগ-সুবিধা পেতে এবং সমাজের দৃষ্টিপাত বদলে দিতে সকল শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply