মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়  এক শিশু  স্কুলছাত্রীকে যৌনপীড়নসহ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান  শিক্ষক (ভার:) এর বিরুদ্ধে । তবে অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন।  শিশুটি উপজেলার  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে রবিবার শিশু ছাত্রীটির বাবা বাদী হয়ে  প্রধান শিক্ষক (ভার:) মো. রফিকুল ইসলাম ওরফে শান্তকে একমাত্র অভিযুক্ত করে কলমাকান্দা  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে ,  গত ২৭ সেপ্টেম্বর দুপুর ১ টায় শ্রেণীকক্ষে থাকা ওই শিশুটির আরেক সহপাঠীকে বিদ্যালয়ের ছাদের ওপর রোদে দেওয়া মাছের শুঁটকি নিয়ে আসার জন্য বলেন অভিযুক্ত শিক্ষক। এর কিছুক্ষণ পর শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষক তার ওই সহপাঠীকে ছাদের ওপর থেকে দ্রুত  ডেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেন তিনি। এ সময় শিক্ষককের কথা অনুযায়ী শ্রেণীকক্ষ থেকে বের হয় ওই ছাত্রী। শিক্ষক তার পিছু পিছু ছুটেন । পরে ওই বিদ্যালয়ের ভবনের সিড়িকোঠায় সামনে পৌছা মাত্রই প্রধান শিক্ষক ওই শিশু ছাত্রীটিকে জড়িযে ধরে যৌনপীড়নসহ আপত্তিকর স্থানে হাত দেন ।  এ সময় ওই শিশু ছাত্রীর ডাক চিৎকারে  বিদ্যালয়ের ছাদের ওপর থেকে ওই শিশু ছাত্রীর সহপাঠীসহ অনেককে আসতে থেকে সিঁড়িকোঠায় ওই ছাত্রীকে  রেখে বিদ্যালয়ের  অফিস রুমে চলে যান প্রধান শিক্ষক (ভার:) মো. রফিকুল ইসলাম ওরফে শান্ত। পরে সহপাঠীকে নিয়ে ওই শিশু ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে । পরে ছাত্রীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষক (ভার:) মো. রফিকুল ইসলাম ওরফে শান্তকে অভিযুক্ত করে কলমাকান্দা  থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক  অনেক স্থানীয়রা বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) মো. রফিকুল ইসলাম ওরফে শান্ত এর নৈতিকতা ভালো নয় ।

ওই শিশু ছাত্রীটির বাবা বলেন, আমার মেয়ের ঘটনায় কলমাকান্দা থানায় অভিযোগ দেওয়ার আগে গত ৫ অক্টোবর ন্যায় বিচার চেয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।

এ বিষয়ে মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুনের জানতে চাইলে তিনি বলেন,  অভিযোগটি পেয়ে গত সোমবার উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরোয়ার জাহানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক (ভার:) মো. রফিকুল ইসলাম ওরফে শান্তের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,  জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গ্রামের একটি কুচক্রী মহল আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলক এ মিথ্যা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com