মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ময়মনসিংহে বসবাসরত কথিত সাংবাদিক মামুনুর রশিদ মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার নিরীহ জনগন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে নির্যাতিতদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুক্তার হোসেন, ভুক্তভোগী আবু জাফর, সাইকুল ইসলাম, নাঈম মিয়া, উমর ফারুক, নিজাম উদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামের আলী ছোবানের ছেলে মামুন দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জনগনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। অনেক জনের নামে মামুন মামলা করেছে। গ্রামের সহজ সরল মানুষদের সরকারি চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়েও চাঁদাবাজি করা সহ দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক চাঁদাবাজির বিষয়ে প্রতিবাদ করলে মামুন কিছু নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে। ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করে এবং সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালতে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার সর্বশ্রেনীর জনগন মানববন্ধন করে প্রশাসনের কাছে মামুনের শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com