বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

চৌমুহনীতে তিন হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮১ পঠিত

দিগন্ত ডেক্স : চৌমুহনী শহরে অস্বাস্থ্যকর খাবার তৈরী ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার  দুপুরেএ অভিযান চালানো হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত জানান, বুধবার দুপুরে অভিযান চালিয়ে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের নিচতলায় কলাপাতা রেস্টুরেন্টের ১ লক্ষ টাকা, কাশফুল রেস্তোরা ৫০ হাজার ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫০ হাজার মোট তিনটি হোটেলকে পৃথকভাবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় তাদের ফ্রিজে থাকা মাছ, মাংশ, মসল্লাসহ অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী মজুদ রাখার দায়ে এবং পরিবেশন করায় ২০০৯ সনের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা মতে এ জরিমানা করা হয়। এসব হোটেলগুলোর লাইসেন্সসহ ব্যবসায়ীক যাবতীয় কাগজপত্র সঠিকভাবে পাওয়া যায়নি। চৌমুহনী শহরে সকল খাবার হোটেলগুলোতে আরো জোরালো ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com