দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আ‘লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মধ্যদিয়ে এক বর্ণ্যাঢ্য র্যালি শুরু হয়। র্যালি পরবর্তি আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক, সাবেক পৌর মেয়র কামাল পাশা, শ. ম জয়নাল আবেদীন, আলী আসগর, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি পাভেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সকল সংকটে, সংগ্রামে, মানবতার সেবায় সদা জাগ্রত নির্ভীক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। আলোচনা শেষে কেক কেটে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply