শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে তিন কিংবন্তী‘র স্মৃতিফলক উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৩৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নে টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে দুর্গাপুর উপজেলার তিন কিংবদন্তী‘র স্মুতিফলক উদ্বোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং।

ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষনা একাডেমি নেত্রকোনা এর আয়োজনে, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা (অমাস) এর চেয়ারম্যান, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু এর অর্থায়নে স্মৃতিফলক উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মো. মনজুর উল হক, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ অধ্যক্ষ ইকবাল হাসান তপু, ইউপি চেয়ারম্যান (ভার:) মো. সবুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীল কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ্ হক, আদিবাসী গবেষক মতিলাল হাজং, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপক সরকার, পথপাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার, কবি দুনিয়া মামুন, শিক্ষক তপন কুমার দাস, শেখ আমিরুল ইসলাম সেজু, সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শহীদ রাশীমণি স্মৃতিসৌধ চত্ত্বরে টংঙ্ক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ, টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারীনেত্রী, শহীদ রাশীমণি হাজং, টংঙ্ক আন্দোলনের আরেক মহিয়সী নারীনেত্রী, জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং এর স্মৃতিফলক স্থাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com