দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ ও দুর্গাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশে সোমবার বিকেলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘‘রুখবো দুর্নীতি-গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকগণ অংশগ্রহণ করে।
উপজেলার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এ প্রতিযোগিতায় অংশনেয়। প্রতিযোগিতার বিষয়বস্ত ছিলো ‘‘গণ সচেতনতাই দুর্নীীত প্রতিরোধের একমাত্র উপায়’’। এর পক্ষে অবস্থান করে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এবং বিপক্ষে অবস্থান করে বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়া উচ্চ বিদ্যালয়। পক্ষের দল বিজয়ী, বি-পক্ষের রানারআপ এবং বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের রেদোয়ান আহাম্মেদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। এতে মডারেটর ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এবং বিচারক ছিলেন, প্রধান শিক্ষক বিনয় ভূষন সাহা রায়, প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক সুরভী মান্দা।
বিতর্কপুর্ব আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতি বাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করো। সকল শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে তুললে, গড়ে উঠবে সোনার বাংলা, সুন্দর হবে আমাদের প্রানপ্রিয় সোনার বাংলাদেশ।
Leave a Reply