বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

পাহাড়ি ঢলে ভেসে আসা অজগর, বনে অবমুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা সোমেশ্বরী নদী থেকে প্রায় তিনফুট দৈর্ঘ্যের এক অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ জুলাই) বিকেলে পৌরশহরের তেরিবাজার নদীরঘাট থেকে সাপটি উদ্ধার করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা।

স্থানীয়রা জানান, নদীতে ড্রেজারে বালু উত্তোলনের সময় সাপের বাচ্চাটি দেখতে পায় বালু শ্রমিকরা। পরে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যদের খবর দিলে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে তারা। পরবর্তিতে বিকেলে ওই সাপটিকে উপজেলা প্রসাশনের সহয়তায় ও উপজেলা বন বিভাগের উপস্থিতিতে উপজেলা সদর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার গহীন বনে অবমুক্ত করা হয়।

উপজেলা রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলীবলেন, বনের বিভিন্ন প্রাণী খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসছে। সেটিকে আবারও বনে ফিরিয়ে দিতে সেভ দ্য এনিমেলস অফ সুসংএর স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকেও আজগরের বাচ্চটিকে আমাদের উপস্থিতি বনে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com