দিগন্ত ডেক্স : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র আল কোরআন শরীফ অবমাননার অভিযোগে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া (ঢাকাইয়া পাড়া) গ্রামের ছদরুল ইসলাম ছদুর পুত্র। রোববার (৩০ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, মিজানুর রহমান মাদকাসক্ত এবং সংসারের কাজকর্ম ঠিকমত না করায় পবিত্র ঈদুল ফিতরের পরদিন (২৩ এপ্রিল) তার স্ত্রীকে নিয়ে জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বেড়াতে যায়। সেখানে তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে সংসার করবে না মর্মে জানিয়ে দিয়ে ২৫ এপ্রিল বাড়ীতে চলে আসে। বাড়ীতে আসার পর তার পিতামাতা ও ভাইদের তার স্ত্রীকে এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে এবং সে আর নেশা করবে না বলে অঙ্গীকার করে।
এদিকে তার স্ত্রীকে এনে না দেয়ার কারনে শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় মিজানুর বাড়ীর আসবাবপত্র ভাংচুর শুরু করে এবং এক পর্যায়ে ঘরে থাকা কোরআন শরীফ মাটিতে ছুড়ে ফেলে দিয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে। কোরআন শরীফ অবমাননার সংবাদটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পরলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ও তৌহদি জনতা রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় তার বাড়ি ঘেরাও করে সর্বোচ্চ শাস্তির দাবী করে স্লোগান দিতে থাকে।
পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শাস্ত করে কোরআন অবমাননাকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে ওই রাতেই দ্রুত ছুটে আসেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। তিনি জানান, আটক ওই যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারে। তার বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দন্ডবিধির ২৯৫ ধারায় মামলা হয়েছে এবং তাকে রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply