কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় চল্লিশোর্ধ্ব মো. আব্দুল আওয়াল নামের এক যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে ।
এঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাজারের মাছ মহাল সংলগ্ন নিজ বাড়ীতে। ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদন তৈরির শেষে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয় ।
নিহত যুবক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মাছ মহল এলাকার মৃত কেফায়েত উল্লাহর বড় সন্তান । সে কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। ব্যক্তিজীবনে নিহত আওয়ালের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলমাকান্দা সদর মাছ বাজার সংলগ্ন নিজ বসত ঘরে খাটের উপর দুষ্কৃতিকারী নিহতের যুবকের গলায় ডিশের তার পেঁচিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কাঁচ দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তারাবীহ নামাজের সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির শেষে কলমাকান্দা থানায় নিয়ে যায় পুলিশ। নিহতের স্ত্রী সেলিনা আক্তার এর সাথে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে । ঘটনার দিন সেলিনা আক্তার দুই ছেলেদের নিয়ে তার পৈত্রিক বসতবাড়ি উপজেলার সীমান্তবর্তী বাঘবের গ্রামে চলে যায়।
নিহত আওয়ালের ছোট ভাই মো. রাসেল সাংবাদিকদের বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তার বাসার প্রতিবেশীর মোবাইল থেকে ফোন করে জানান আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন নিজ বসত ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত। রাসেলের দাবি আওয়ালকে হত্যা করা হয়েছে।
এঘটনা সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, (১৫ এপ্রিল) শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পরবর্তী আইনি ব্যবস্থাসহ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply